Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দেবে না আওয়ামী লীগ’

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ২২:১৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০৯:২১

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

সোমবার (২২ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের বৈঠক শেষে রাতে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তী সময়ে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে সেখানে ওয়ার্কিং কমিটির নেওয়া সিদ্ধান্তই বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে কিছু কিছু জায়গায়। তা দূর করতে আমাদের দলের বিভাগীয় কমিটির সংশ্লিষ্ট সকলকে ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে।’

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সভায় বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।’

সারাবাংলা/এনআর/পিটিএম

নির্বাচন নৌকা প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর