‘মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না’
২২ জানুয়ারি ২০২৪ ২০:৩৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ২০:৩৬
ঢাকা: আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়েছে। এখন অন্যভাবে নামতে চাচ্ছে। সেভাবে আমরা করতে দেবো না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসনে নিরঙ্কুশ বিজয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পর আজ প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বসে দলটি।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন হয়েছে, আমরা সরকার গঠন করেছি। এখন পর্যন্ত যে উন্নয়ন করেছি সেই উন্নয়নটাই টেকসই করতে হবে। যাতে মানুষ তার শুভফল পায়।’
উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাওয়ারও অঙ্গীকার পুর্নব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সামনে আমাদের উপজেলা নির্বাচন আসছে। সে বিষয়ে আমরা আলোচনা করব। কীভাবে নির্বাচনটা করব? নির্বাচন যত হবে মানুষের ভোটের অধিকার তত নিশ্চিত হবে।’
শেখ হাসিনা বলেন, ‘২১ বছর যারা ক্ষমতায় ছিল এক কদমও দেশকে এগিয়ে নিতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ যখন আসে তখনই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। অন্তত স্বস্তি পায়, মানুষের জীবনমান উন্নত হয়। এখন তো পুরনো কাপড় কিনে আনতে হয় না। মানুষের খাবারের হাহাকার নাই। আগে যেখানে নুন ভাত চাইত, তা এখন চায় না। মাছ-মাংস-ডিম সেই কথা বলে। এখন আর ওই মরিচ পোড়া ভাত খেতে হয় না। এই জায়গাটায় আমরা আনতে পেরেছি। এটাই হলো বাস্তবতা।’
নির্বাচনের পর হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে বলেন, ‘কেউ যেন এরকম করে মানুষের খাবার নিয়ে খেলতে না পারে সে বিষয়েও দেশবাসীকে সজাগ থাকতে হবে। যদি কেউ করে তারাও যেন আমাদের খবর দেয়। কারণ, আমাদের শক্তি হচ্ছে জনগণ। কারণ, এবারের ইলেকশনটা হবে কি হবে না, তা নিয়ে নানা ধরনের অপপ্রচার ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। সে ক্ষমতাটা আমরা তাদের দিয়েছি। নির্বাচন কমিশন এখন যথেষ্ট শক্তিশালী। এভাবে যেন আগামী দিনেও বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে।’ পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কার্যনির সংসদের বৈঠক শুরু হয়।
সারাবাংলা/এনআর/পিটিএম