শৈত্যপ্রবাহে প্রাথমিকের পাঠদান পেছাল ১ ঘণ্টা
২২ জানুয়ারি ২০২৪ ১৯:৫০
ঢাকা: শৈত্যপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে। এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হতো সকাল ৯টায়।
সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নতুন এই সময়সূচির কথা জানানো হয়। আদেশে এই সময়সূচি ৩১ জানুয়ারি পর্যন্ত চালু রাখতে বলা হয়েছে।
এর আগে দেশের যেসব জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, সেখানকার বিদ্যালয় আলোচনা করে বন্ধ করার আদেশ দেওয়া হয়েছিল। সেই আদেশও বহাল রাখা হয়েছে। এরই মধ্যে এই আদেশ মেনে বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, নীলফামারী ও লালমনিরহাটসহ কয়েকটি জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
পৌষের শেষভাগ থেকেই দেশের বেশির ভাগ এলাকায় শীত জেঁকে বসেছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা গত এক দিনের ব্যবধানে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়বে।
সারাবাংলা/আরএফ/টিআর