Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৮:৪৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ২০:১৪

ঢাকা: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনের আগে থাকলেও নির্বাচনের পরে দেশে কোনো কূটনৈতিক সংকটের শঙ্কা নেই।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল; একটা কূটনৈতিক সংকট হতে পারে। আপনারা দেখেছেন, নির্বাচনের পরে সেরকম কোনো সমস্যার সম্ভবনা নেই।’

অর্থনৈতিক ক্ষেত্রে আইনের যেসব সমস্যা রয়েছে সে বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব উন্নয়ন অংশীদার আছে, সেসব উন্নয়ন অংশীজনদের সঙ্গে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টিকরণ এগুলো সবসময়ই প্রয়োজন হয়। যেসব সমস্যা ও আইনে যে অবোকাঠামো সেটা অনেক দিন আগে থেকেই প্রায় এক।’

তিনি বলেন, ‘আইনে যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন আমাদের দেশেও সম্ভবনা আছে কি না এবং আমাদের দেশে আইনে যেসব পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না সে বিষয়ে আমরা সবসময় আলাপ করে থাকি। আজও আলাপ করেছি।’

আইনমন্ত্রী বলেন, ‘আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি, সেটা হলো- ভারতে ভূ-পালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের ১২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। প্রায় দুই হাজার জুডিশিয়াল ট্রেনিং নেবেন। আমরা দেশে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করতে যাচ্ছি। সেখানে ভারতের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। এসব বিষয় নিয়েই আলাপ আলোচনা করেছি। আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।’

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না আজ সে বিষযে কোনো আলোচনা হয়নি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

আইনমন্ত্রী আনিসুল হক টপ নিউজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর