পাটুরিয়ায় ফেরিডুবি: ইঞ্জিন মাস্টারের মরদেহ মিলল ১৩ কিমি দূরে
২২ জানুয়ারি ২০২৪ ১৮:২৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ২০:২৫
মানিকগঞ্জ: পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনার ছয় দিন পর অবশেষে উদ্ধার হলো রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ।
সোমবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় মরদেহটি ভাসছিল। পরে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিআইডব্লিউটিসির এইচ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- পাটুরিয়ায় ফেরি ডুবির ৬ দিন, উদ্ধারে নেই সুখবর
খালেদ নেওয়াজ জানান, ফেরিটি ডুবে যাওয়ার ছয় দিন পর দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন মরদেহটি শনাক্ত করেছেন।
গত ১৭ জানুয়ারি রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট থেকে ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরি পাটুরিয়া ঘাটে আসার পথে ডুবে যায়। ওই ঘটনার পর নিখোঁজ ছিল ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবির।
ফেরিডুবির পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/একে