Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈত্যপ্রবাহ: রংপুরে ৩দিন প্রাথমিকে পাঠদান বন্ধ থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৭:১৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৯:৫১

রংপুর: মৃদু শৈত্যপ্রবাহের কারণে রংপুর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) থেকে বুধবার (২৪ জানুয়ারি) পর্যন্ত তিন দিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। এদিন দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত জানান।

গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের এক নির্দেশনায় জানানো হয়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।

এরই ধারাবাহিকতায় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ভোর ৬টায় রংপুর জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় তিন দিন পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পাঠদান বন্ধ রংপুর শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর