Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৮:১৪

ময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মুক্তাগাছার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫), তার মেয়ে আদিবা (৩) ও দাওগাঁও ইউনিয়নের মৃত ওর্শিনি চন্দ্র দাসের ছেলে পল্লী চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।

মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুশান্ত কুমার দে বলেন, ‘ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় একটি কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জন নিহত হয়। আহত হয় আরও দু’জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহমেদ জানান, আজ দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ট্রাকচাপা নিহত ৩ মুক্তাগাছা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর