Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবেশবান্ধব মেট্রোতে চড়ে পরিবেশ অধিদফতর পরিদর্শনে মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১৬:৩০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:২৬

ঢাকা: সচিবালয় থেকে মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদফতর পরিদর্শনে গেলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে চড়ে আগারগাঁও স্টেশনে নেমে পরিবেশ অধিদফতরে যান তিনি।

মেট্রোরেল ভ্রমণকালে পরিবেশমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এসময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহন মালিকরা পরিবেশবান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে।

মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড ফাহমিদা খানম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতর পরিদর্শন শেষে তিনি অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ সদর দফতর ও মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং জনগণকে ঝাঁমেলা মুক্তভাবে সেবা প্রদানের জন্য কর্মকর্তদের প্রতি নির্দেশ দেন।

তিনি বলেন, সকল প্রকার দুর্নীতিমুক্ত থেকে আইন, বিধিবিধান মোতাবেক সরকারি কাজ করতে হবে।

সারাবাংলা/আরএফ/এনইউ

টপ নিউজ পরিদর্শন পরিবশ অধিদফতর পরিবেশবান্ধব পরিবেশমন্ত্রী মেট্রো রেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর