Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে তাপমাত্রা ৯.০৮ ডিগ্রিতে নামলেও বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৪ ১২:২৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৫:০৯

যশোর: যশোরের কনকনে শীতের সঙ্গে মৃদু শৈতপ্রবাহে জবুথবু সাধারণ মানুষ। এরমধ্যে জেলাতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও বন্ধ হয়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (২২ জানুয়ারি) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। এবিষয়ে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন বলেন, তাপমাত্রা ১০ এর নিচে নেমেছিল বলে আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। যেহেতু তাপমাত্রা ওঠানামা করে সেহেতু এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ১০ এর নিচে নামলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এডিসি শিক্ষা মহোদয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

বিজ্ঞাপন

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর এক থেকে দুই ঘণ্টার জন্য একটু হলেও সূর্যের দেখা মিলতে পারে। বাতাসের আদ্রতা রয়েছে ৯৫% এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে যশোর জেলা স্কুল, কালেক্টরেট স্কুল, যশোর ইনস্টিটিউট স্কুলসহ বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, সেখানকার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলো খোলা রয়েছে। উপজেলা পর্যায়ও খোঁজ নিয়ে জানা গেছে, সেখানেও এখন পর্যন্ত কোনো স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। সকাল তীব্র শীত উপেক্ষা করে শিশুদের স্কুলে নিয়ে আসছেন অভিভাবকেরা।

হাসমী সাজু নামে এক অভিভাবক বলেন, হাড়কাঁপানো শীত, তবুও স্কুল খোলা। সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে গিয়েছিলাম এখন নিয়ে যাচ্ছি। স্কুল খোলা থাকলে, ক্লাস মিস দিলে সমস্যা। এমন শীতে বন্ধ করা উচিত, না হলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকে যশোর শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম দেখা গেছে। শীত আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা।

সারাবাংলা/এনইউ

তাপমাত্রা যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর