ককপিটের কাচে ফাটল, দুই ঘণ্টা পর ফেরত আসে উড়োজাহাজ
সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ২২:২৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০০:০১
২১ জানুয়ারি ২০২৪ ২২:২৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ০০:০১
ঢাকা: উড়োজাহাজের ককপিটের কাচে ফাটল ধরা পড়ায় দুই ঘণ্টা পর ঢাকায় ফেরত এসেছে সৌদিআরবগামী একটি উড়োজাহাজ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি রওয়ানা দিয়েছিল শনিবার।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখেন ক্যাপ্টেন। পরে সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমে জানান, যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। রোববার সকাল ১১টায় নতুন একটি ফ্লাইটে তারা আবার রওয়ানা দেন।
ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা।
সারাবাংলা/একে