স্বপ্ন ছুঁয়ে দেখা!
২২ মে ২০১৮ ২০:০০ | আপডেট: ২২ মে ২০১৮ ২০:০১
ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে পাল্লা দিয়ে সেমাই তৈরির কাজ করছেন কারিগররা। তৈরি করছেন চিকন ও সাদা সেমাই, স্বপ্ন দেখছেন রঙিন। ঈদের আগে মোটা কিছু আয়-রোজগার হবে এই সেমাই বিক্রি করেই। চট্টগ্রামের চাক্তাই রাজাখালী এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার আলোকচিত্রী শ্যামল নন্দী।
সারাবাংলা/এমআই