‘এমপিদের শপথ নিয়ে কথা বলা আদালত অবমাননার শামিল’
২১ জানুয়ারি ২০২৪ ২০:১১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ২২:২২
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ নিয়ে কথা বলা অসাংবিধানিক এবং আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এ এম আমিন উদ্দিন।
রোববার (২১ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
সংবিধান সম্মত শপথ হয়নি বলে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে। যদি খোকন বলে থাকেন তিনিও আদালত অবমাননা করেছেন।’
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৬০০ এমপি এখন দায়িত্ব পালন করছেন এমন বক্তব্য আদালত অবমাননার শামিল।’
রাজনৈতিক উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এমপি-মন্ত্রীদের শপথ সংবিধান মেনেই হয়েছে। এ কারণে সংসদে এমপির সংখ্যা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’
আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আগের দিন ২৯ জানুয়ারি পর্যন্ত মেয়াদ রয়েছে একাদশ সংসদের। তবে এর মধ্যেই শপথ নিয়েছেন দ্বাদশ সংসদের ২৯৯ জন সদস্য। শপথ হয়েছে নতুন মন্ত্রিসভারও। তবে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, সংসদে এখন ৬০০ জন এমপি।
যদিও গত আগস্টে এক পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, সংসদ অধিবেশন বসার দিন থেকেই সংসদ সদস্যদের মেয়াদ শুরু হবে। ওই মামলায় আপিল বিভাগে লড়েছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার দাবি, আপিল বিভাগের রায়ে অস্পষ্টতা রয়েছে। সেইসঙ্গে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে শপথের আহ্বান জানিয়েছেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, ‘আইন অনুযায়ী অস্পষ্টতা আছে। উনারা বলেছেন, শেষ কনক্লুশন এটা ফিকশন। তারা প্রকৃতপক্ষে দায়িত্ব নেয়নি। কিন্তু আবার দায়িত্বও নিয়ে নিয়েছেন। আর্টিকেল ১৪৮, সাব-আর্টিকেল ৩ দেখলেই এটা স্পষ্ট হয়ে যাবে, যে পার্লামেন্ট শপথ নিয়েছে এটা সঠিকভাবে নেয়নি। সংবিধান লঙ্ঘন হয়েছে। মন্ত্রিসভা যে গঠন করা হয়েছে, সেটাও সংবিধান লঙ্ঘন করে করা হয়েছে।’
এদিকে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, ‘এমপির সংখ্যা নিয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। তার দাবি, সর্বোচ্চ আদালত যখন একবার ঘোষণা করেছেন এবং এর ব্যাখ্যা দিয়েছেন, এরপর তো আর কোনো ব্যাখ্যা হতে পারে না। যদি কেউ এমনটা বলে থাকেন তাহলে এটা দুর্ভাগ্যজনক।’
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
অ্যাটর্নি জেনারেল আদালত অবমাননা আমিন উদ্দিন এমপিদের শপথ টপ নিউজ