Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াসাকে শেয়ার বাজারে নিতে আগ্রহী এমডি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ১৬:৫৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৮:১৭

ঢাকা: ঢাকা ওয়াসাকে লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে এটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে আগ্রহের কথা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

রোববার (২১ জানুয়ারি) কারওয়ান বাজার ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের মতবিনিময় করতে এ সভার আয়োজন করা হয়।

তাকসিম এ খান বলেন, ‘আমরা কেন শেয়ার মার্কেটে যাব না? ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান। আমরা এটি নিয়ে চিন্তা করতে পারি। এই চিন্তা করার জন্য দায়িত্ব দিলাম স্থানীয় সরকার মন্ত্রীকে। এ আমলেই আপনারা পারেন ঢাকা ওয়াসাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টক মার্কেটে নিয়ে আরও স্বয়ংসম্পূর্ণ করতে।’

ঢাকা ওয়াসাকে কীভাবে আরও লাভজনক করা যায়— সে বিষয়ে তিনি বলেন, ‘প্রতিষ্ঠান মানে এই না যে, আমাদের উদ্বৃত্ত লাভ। লাভজনক প্রতিষ্ঠান মানে আমরা একটি ব্রেক ইভেন্ট পয়েন্টে আছি। সরকারি একটি প্রতিষ্ঠান হিসেবে কোনো ভর্তুকি ছাড়া এগিয়ে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছি। আমরা চেষ্টা করব, ঢাকা ওয়াসাকে ভর্তুকি ছাড়া প্রতিষ্ঠানে রূপান্তর করা। তাই আমরা কেন শেয়ার মার্কেটে যাব না? কারণ ঢাকা ওয়াসা লাভজনক প্রতিষ্ঠান। আমরা এটি নিয়ে চিন্তা করতে পারি।’

তিনি বলেন, ‘ঢাকা ওয়াসার যেসব অসম্পূর্ণ কাজ রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেসব কাজ আমরা শেষ করব। মাইক্রোম্যানেজমেন্টে আমরা অনেক কিছু করেছি। এবার ম্যাক্রোম্যানেজমেন্টের কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, আমরা সেগুলো দ্রুত করতে চাই।’

তাকসিম এ খান বলেন, ‘ঢাকা ওয়াসা অ্যাক্ট—১৯৯৬ এর পরিপূর্ণ বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য। আর এই পথে আমরা এরইমধ্যে অনেকদূর এগিয়েছি। ঢাকা ওয়াসার অর্গানোগ্রাম পরিবর্তনে সহযোগিতা করেছেন স্থানীয় সরকারমন্ত্রী। ঢাকা ওয়াসাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই মিলে কাজ করছি।’

বিজ্ঞাপন

স্মার্ট ওয়াসার দিকে যাত্রা: এমডি তাকসিম এ খান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সহ‌যো‌গিতা ও সা‌র্বিক দিক নি‌র্দেশনায় আমরা আজ ডি‌জিটাল ওয়াসার থেকে স্মার্ট ওয়াসার দিকে এগিয়ে যা‌চ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী চে‌য়ে‌ছেন স্মার্ট বাংলা‌দেশ। সে লক্ষ্যে ঢাকা ওয়াসাকেও আমরা স্মার্ট ওয়াসার দিকে নিয়ে যাচ্ছি।’

‌তি‌নি বলেন, ‘প্রধানমন্ত্রীর সহ‌যো‌গিতায় ডি‌জিটাল ওয়াসার থে‌কে আমরা আজ স্মার্ট ওয়াসার পথে। এরসঙ্গে গত ৫ বছর ধরে যি‌নি আমাদের দিক‌ নি‌র্দেশনা দিচ্ছেন তি‌নি আমাদের মন্ত্রী মো. তাজুল ইসলাম। এই ৫ বছরে আমরা অনেকদূর এগিয়েছি। এটি আরও ১০ বছর আগে হলে অনেক এগিয়ে যেতাম।’

এম‌ডি বলেন, ‘আমরা আশা কর‌ব, আমা‌দের যে অসম্পূর্ণ কাজ রয়ে‌ছে সেগুলো আরও দ্রুত সম্পন্ন করা। আমরা ঢাকা ওয়াসাকে অল‌রে‌ডি লাভজনক প্রতিষ্ঠানে প‌রিবর্তন করে‌ছি। লাভজনক প্রতিষ্ঠান বলতে উদ্বৃত্ত লাভজনক প্রতিষ্ঠান না। সরকা‌রের ভূর্তকিবি‌হীন প্রতিষ্ঠা‌নে প‌রিবর্তন ক‌রতে সক্ষম হয়ে‌ছি আমরা।’

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্‌রাহিম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সু‌জিত কুমার বালাসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

সারাবাংলা/আরএফ/একে

এমডি ওয়াসা টপ নিউজ তাকসিম এ খান রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর