Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার স্বীকৃতির জন্য চাতক অপেক্ষায় বসে নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ১৪:১৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৩৪

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: সরকার কারও স্বীকৃতির জন্য চাতক অপেক্ষায় বসে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কারও স্বীকৃতির জন্য চাতক অপেক্ষায় বসে আছি, নির্বাচিত সরকার এমন দেউলিয়া অবস্থায় পড়েছে— এটা মনে করার কোনো কারণ নেই।’

রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা ৪২ দশমকি ৮ জনগণের অংশগ্রহণে নির্বাচিত সরকার। এখান বিএনপি হিংসায় জ্বলছে। তারা অংশগ্রহণ না করার পরেও বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলকে নির্বাচিত করেছে। হিংসার আগুনে তারা জ্বলছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমিক সরকার হিসেবে আওয়ামী লীগ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে। আর আন্দোলনের নামে বিএনপি সহিংসতার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করবে। রাজনৈতিকভাবে আমরাও তাদের মোকাবিলা করব।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির তথাকথিত আন্দোলনের রূপরেখা কেউ দেখেনি। তাদের আন্দোলনের বিষয়টি স্পষ্ট নয়। তথাকথিত আন্দোলনের ডাক দিয়ে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশি-বিদেশে হাসির পাত্রে পরিণত হয়েছে। তাদের কথিত আন্দোলন দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ধ্বংসের পায়তারা বলে মনে করি।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। কিন্তু আন্দোলনের নামে যদি তারা ২৮ অক্টোবর এবং এ পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে, মানুষ পুড়িয়ে মারে, জননিরাপত্তা বিঘ্নিত হয়— তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে।’

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদফতর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনএস

টপ নিউজ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর