৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া দিয়ে ফেরি চলাচল শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ১১:১৬
২১ জানুয়ারি ২০২৪ ১১:১৬
মানিকগঞ্জ: তীব্র কুয়াশার কারণে সোয়া তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নো রুটের ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
খালেদ নেওয়াজ জানান, রোববার সকাল শুরু হওয়ার পর থেকে তীব্র কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়া। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
কুয়াশার প্রাদুর্ভাব কেটে গেলে সকাল। সোয়া ১০ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র এই কর্মকর্তা।
সারাবাংলা/আরএ/এনএস