Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ২১:২৯

বগুড়া: বগুড়ার শেরপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রতিযোগিতার পঞ্চমতম দিনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের টাকাধুকুরিয়া, নলুয়া, বেতগাড়ি ও ঘাসুরিয়া গ্রামবাসীর উদ্যোগে সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের সভাপতিত্বে টাকাধুকুরিয়া প্রাইমারি স্কুলের পাশের মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন, সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগৌরদাস রায় চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বগুড়া- ৫ আসনের (শেরপুর-ধুনট) এমপি মজিবর রহমান মজনু, বিশেষ অতিথি ছিলেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মনসুর রহমান আকন্দসহ অনেকে।

প্রতিযোগিতায় ক খ ও গ গ্রুপের প্রথম দ্বিতীয় ও তৃতীয় মোট ৯জন বিজয়ীসহ অংশগ্রহণকারী মোট ৬৪ জনকে পুরস্কৃত করা হয়। গত ১৫ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে মোট ৬৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এমও

ঘোড়দৌড় ঘোড়দৌড় প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর