ধারের টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন
২০ জানুয়ারি ২০২৪ ১৯:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ০০:২৪
যশোর: ধারের টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে রিপন হোসেন দিপুকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ছুরিকাঘাত করা হয় দিপুকে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
সূত্র জানায়, ছোট শেখহাটি গ্রামের দিপু ওই এলাকার ইমরান, আসাদুল ও তপুর সঙ্গে মাংস বিক্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে দিপুর কাছ থেকে তারা এক হাজার টাকা ধার করেন। শুক্রবার সকালে দিপু তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে তারা টাকা দিতে অস্বীকার করেন। এ সময় তাদের সঙ্গে দিপুর কথাকাটাকাটি হয়।
সূত্র আরও জানায়, রাত ৩টার দিকে অজ্ঞাত ৫/৬ জন দিপুর বাড়িতে হামলা করে তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রেজাউল ইসলাম জানান, তাকে চাকু মারা হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধারের টাকা নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ ছিল। এ কারণে তাকে খুন করা হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। আসামি ধরতে অভিযান চলছে।
সারাবাংলা/পিটিএম