পরিকল্পনা কমিশন ও এনইসি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি
২০ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ০০:২৪
ঢাকা: নতুন সরকার গঠনের পর পরিকল্পনা কমিশন ও জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পুনর্গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিকল্প চেয়ারপারসন অর্থমন্ত্রী, ভাইস চেয়ারপারসন পরিকল্পনামন্ত্রী এবং সদস্য হিসেবে থাকছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা। এছাড়া এই কমিশনের সদস্য সচিব থাকবেন পরিকল্পনা কমিশনের সচিব।
এদিকে, একই দিন জারি করা আলাদা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পুনর্গঠন করা হয়েছে। এটির চেয়ারপারসন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এনইসিতে থাকবেন মন্ত্রিসভার সব সদস্য।
এদের বাইরে সহায়তাদানকারী কর্তকর্তারা হচ্ছেন- মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিব।
সারাবাংলা/জেজে/পিটিএম