হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সোহানের
২০ জানুয়ারি ২০২৪ ১৯:৪০
এবারের বিপিএলের অন্যতম শক্তিশালী দল তারা। সাকিব আল হাসানের রংপুর রাইডার্স অবশ্য নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তামিম ইকবালের বরিশালের কাছে। ৫ উইকেটের হারের পর রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন, প্রথম ম্যাচের হারের পর ভালোভাবেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তার দলের।
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় রংপুর। পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়েছিলেন সাকিবরা। সেই ধাক্কা আর কখনোই কাটিয়ে উঠতে পারেনি রংপুর। শেষ পর্যন্ত ১৩৪ রান করে তারা। সোহান মানছেন, পাওয়ারপ্লের বাজে ব্যাটিংয়ের কারণেই ম্যাচে পিছিয়ে পড়েছেন তারা, ‘আমার মনে হয় পাওয়ারপ্লেতে আমরা বাজে ব্যাটিং করেছি। উইকেট একটু স্ট্রিকি ছিল। তবে আমরা পরের দিকে ভুল করেছি।’
হারের ব্যর্থতা কাটিয়ে পরের ম্যাচেই ফিরে আসার আশা সোহানের, ‘আমার মনে হয়েছে ইমপ্লিমেন্টটা ঠিকমতো হয়নি। দ্রুত উইকেট পড়ার পর একটা জুটি হয়েছিল। এত খারাপ খেলার পরেও খেলা ২০ ওভার পর্যন্ত গিয়েছে। সব মিলিয়ে দলের আত্মবিশ্বাস ভালো আছে। যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট, তাই আরও অনেক ম্যাচ আছে। ইনশাল্লাহ আমরা শক্তিশালী হয়েই ফিরে আসবো।’
ইনজুরি কাটিয়ে সাকিব ফিরেছিলেন আজকের ম্যাচ দিয়েই। তার দিকেই ছিল সবার নজর। তবে ব্যাটে বলে তেমন কিছু করে দেখাতে পারেননি সাকিব। সোহান জানালেন, চোখের অস্বস্তিটা এখনো ভোগাচ্ছে সাকিবকে, ‘অস্বস্তি তো আছেই। তিনি অনেক ডাক্তারও দেখিয়েছেন। তবে তার বর্তমান অবস্থা কি সেটা ডাক্তারই ভালো বলতে পারবেন।’
আজকের ম্যাচের টসকে বেশ গুরুত্বপূর্ণ মানছেন সোহান, ‘এখন পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে। যারা পরে ব্যাটিং করছে তারা ভালো করছে। আমার মনে হয়না খুব বেশি সমস্যা। টসটা তো আমাদের হাতে থাকে না। তবে আমার মনে হয় আজকের ম্যাচের টসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
আগামী ২৩ জানুয়ারি সিলেটের মুখোমুখি হবে রংপুর।
সারাবাংলা/এফএম