Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পল্টন হত্যাকাণ্ড দিবসে’ চট্টগ্রামে লাল পতাকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৪ ১৯:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পল্টন হত্যাকাণ্ড দিবসে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি আন্দরকিল্লা হয়ে চেরাগী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী বলেন, ‘পল্টন হত্যাকাণ্ডের ২৩ বছর পার করতে চলেছি আমরা। কিন্তু এখনও ওই হামলায় যারা দায়ী তাদের সবাইকে বিচারের আওতায় আনা যায়নি। সব কিছুর বিচার হল। কিন্তু আমাদের উপর বোমা হামলার কোনো বিচার হলো না। মৌলবাদীদের প্রশ্রয় দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাদের উপর যখন আঘাত আসলো ওই বোমা হামলায় গ্রেফতার করা হলো মুফতি হান্নানকে। সে মুফতি হান্নানকে যখন জেরা করা হলো পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির সমাবেশে বোমা হামলার কথা কে করেছিল। তখন সে বলেছিল আমি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমাদের সরকারের কাছে অনেক প্রশ্ন আছে। কেন হেফাজতকে প্রশ্রয় দেওয়া হল। কেন জামায়াতে ইসলামকে এখনও প্রশ্রয় দেয়। কেন প্রগতিশীল মানুষদের লেখা বাদ দিয়ে পাঠ্যসূচি বদল করে। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে এ অন্ধকারের শক্তি মাথা তুলে দাঁড়াবে।’

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘পল্টন হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রিতায় ফেলে দেওয়া হয়েছে। সঠিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশে জঙ্গিবাদ-মৌলবাদের এমন উত্থান হতো না।’

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া।

বিজ্ঞাপন

২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানী ঢাকার পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আব্দুল মজিদ, শ্রমিক নেতা আবুল হাসেম ও মোক্তার হোসেন ঘটনাস্থলেই মারা যান। হামলায় আহত হয়ে ২ ফেব্রুয়ারি খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস রায় মারা যান। এছাড়া ওই বোমা হামলায় সিপিবির শতাধিক নেতাকর্মী আহত হন।

সারাবাংলা/আইসি/এমও

পল্টন হত্যাকাণ্ড দিবস লাল পতাকা সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর