রাজধানীতে কাভার্ডভ্যানচাপায় ব্যবসায়ী নিহত
২০ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রবিউল ইসলাম (৪১) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারী) সকাল ১১টার দিকে যাত্রাবাড়ী থানার পেছনে ঢাকা-ডেমরা রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলামের ভাতিজা সিহাবুল হক সাব্বির জানান, তাদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামে। বাবার নাম মৃত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফকির। বর্তমানে কাজলা ভাঙ্গাপ্রেস এলাকায় স্ত্রী হাসি আক্তার ও দুই ছেলে মেয়ে নিয়ে ভাড়া থাকতেন। চার ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তিনি প্রিন্টিংয়ের ব্যবসা করতেন।
তিনি আরও জানান, সকালে বাসা থেকে ব্যবসার কাজে মোটরসাইকেল নিয়ে বের হন। পরে পুলিশের মাধ্যমে জানতে পারেন কাভার্ডভ্যান চাপায় রবিউল ইসলাম মারা গেছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা থানার পেছনের সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ