Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃধার দাপটে ভারতকে ২৫১ রানে আটকে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ১৭:৫৭

মৃধা পেয়েছেন ৫ উইকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে প্রথমে ফিল্ডিংয়ে নেমে মারুফ মৃধার দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ২৫১ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। জয়ের জন্য রাব্বিদের প্রয়োজন ২৫২ রান।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রাব্বি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেই শুরুতেই আঘাত আনেন মৃধা। ১৭ ও ৩১ রানে দুই উইকেট হারায় ভারত, দুটি উইকেটি পেয়েছেন মৃধা। এরপর চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন আদর্শ সিং ও উদয় সাহারান। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দুজন যোগ করেছেন ১২৬ রান। এই জুটি গড়ার সময় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ব্যাটারই।

বিজ্ঞাপন

আদর্শ-উদয় জুটি যখন মাথাব্যথার কারণ হয়ে উঠছিল বাংলাদেশের, তখনই জুটি ভাঙ্গেন চৌধুরী রিজওয়ান। মাচের ৩২ তম ওভারে ৯৬ বলে ৭৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন আদর্শ। উদয়ও এরপর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৯৪ বলে ৬৪ রান করা উদয়কে ফেরান অধিনায়ক রাব্বি।

পরের গল্পটা শুধু মৃধার। ভারতীয় মিডল অর্ডার তার কারণেই দাঁড়াতে পারেনি। আরও তিন উইকেট নিয়ে ভারতের স্কোর বড় হতে দেননি মৃধা। ক্যারিয়ার সেরা বোলিং করে মৃধা তুলে নিয়েছেন পাঁচ উইকেট। শেষের দিকে শচীন দাসের ২০ বলে ২৬ রানের ক্যামিওতে ভারতের স্কোর ২৫০ পেরোয়।

৮ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মৃধা। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৫১ রান তুলেছে ভারত। সর্বোচ্চ ৭৬ রান করেছেন ওপেনিংয়ে নামা আদর্শ।

সারাবাংলা/এফএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টপ নিউজ বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর