পাটুরিয়ায় ফেরি ডুবি: উদ্ধার কাজ গড়াল চতুর্থ দিনে
২০ জানুয়ারি ২০২৪ ১২:১৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৩:৫৬
মানিকগঞ্জ: পাটুরিয়ায় ফেরি ডুবে যাওয়ার ঘটনায় টানা চতুর্থ দিনের মতো উদ্ধার তৎপরতায় চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি উদ্ধারের কাজ শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল শুক্রবার আড়াইটার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
প্রথমে এয়ার লিফটিং ব্যাগ ডুবন্ত ফেরির নিচে বাতাস দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করবে বলে জানান ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ।
এর আগে, উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে তিনটি ট্রাক উদ্ধার করেছে। এখনো ফেরির ভেতর আরও ৬টি ট্রাক রয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ফেরিতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করেছে। উদ্ধার কাজে রয়েছে নৌ বাহিনী, ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধার নামের ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়।
সারাবাংলা/আরএ/এনএস