Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে স্কুল ডরমেটরিতে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ১১:৫৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১৪:২১

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রদেশটির ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় দমকল বাহিনীকে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আগুনে পুড়ে ১৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কতোজন শিশু তা বলা হয়নি। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আগুন লাগার কারণ তদন্ত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

সারাবাংলা/এনএস

চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর