Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ লিগের চেয়ে সৌদি লিগকে এগিয়ে রাখছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ১০:১২

লিগ ওয়ানের চেয়ে সৌদি লিগকে এগিয়ে রাখছেন রোনালদো

সৌদি প্রো লিগে যোগ দিয়ে পাল্টে দিয়েছেন এই অঞ্চলের ফুটবলের চালচিত্র। ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ফুটবলে আগমনের পর নেইমারের মতো অনেক বড় তারকাই এসেছেন এখানে খেলতে। সৌদিতে এক বছর পার করার পর সিআর সেভেন বলছেন, এই মুহূর্তে ফ্রেঞ্চ লিগের চেয়ে অনেক এগিয়ে সৌদি প্রো লিগ।

আল নাসরের হয়ে এক মৌসুম খেলেই সাফল্যের ঝুড়িতে অনেক কিছুই যোগ করেছেন রোনালদো। দুবাইতে সৌদি লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও সমর্থকদের ভোটে সেরা ফুটবলারের পুরষ্কার নিতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে রোনালদো জানিয়েছেন, ফ্রেঞ্চ লিগের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে সৌদি লিগ, ‘আমার মনে হয় ফ্রেঞ্চ লিগের চেয়ে আমরা পিছিয়ে নেই। ফ্রেঞ্চ লিগে দুই তিনটি দল আছে যারা শিরোপার দাবিদার। কিন্তু সৌদি লিগ এখন অনেক বেশি জমজমাট। এখানে আমি এক বছর খেলেছি তাই খুব ভালোমতোই জানি ব্যাপারটা। এই মুহূর্তে তাই  সৌদি লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো। আমরা এখনো উন্নতি করছি।’

বিজ্ঞাপন

৩৮ বছর বয়সী রোনালদো গত বছর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে করেছেন ৫৪ গোল। ২০২৩ সালে তিনিই সর্বোচ্চ গোলদাতা। এই বয়সেও এমন পারফরম্যান্সে দারুণ খুশি রোনালদো, ‘আমি এই মৌসুমেও সেরা গোলদাতা হতে চাই। ব্যাপারটা শুধু ভাবুন, আপনি হালান্ডের মতো ফুটবলারকে হারিয়ে দিয়েছেন আপনি। তাও আবার ৩৯ বছরের কাছাকাছি দাঁড়িয়ে! আমাকে নিয়ে যখন মানুষ সন্দেহ করে তখনই আমি সাফল্য পাই। সমালোচনা আমাকে ছোঁয় না।’

২০২৩ এর মতো এবারও কি সর্বোচ গোলদাতা হতে পারবেন রোনালদো?

সারাবাংলা/এফএম

এমবাপ্পে ফুটবল ফ্রেঞ্চ লীগ রোনালদো সৌদি লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর