Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিম ‘লড়াই’ নিয়ে কি ভাবছেন মিরাজ?

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ০৯:১৭

বরিশালকে শিরোপা জেতাতে মরিয়া মিরাজ

বাংলাদেশের দুই ‘পান্ডবের’ ভেতরের লড়াইটা বহুদিনের। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রকাশ্যেই কথার লড়াইয়ে জড়িয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিপিএলের দ্বিতীয় দিনে মুখোমুখি সাকিবের রংপুর ও তামিমের বরিশাল। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে ফরচুন বরিশালের মেহেদি হাসান মিরাজ বলছেন, সাকিব-তামিম লড়াই নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। তার মূল লক্ষ্য বরিশালের হয়ে ‘চ্যাম্পিয়ন’ হওয়া।

অধিনায়কত্ব ছাড়া, ইনজুরির কারণে একাদশে থাকা না থাকা নিয়ে বিশ্বকাপের আগে দুই পক্ষ থেকেই হয়েছে কাদা ছোড়াছুঁড়ি। মিরপুরে আজ সাকিব-তামিমের লড়াইটা দেখার জন্য তাই মুখিয়ে আছেন দর্শক। মিরাজ অবশ্য আলাদাভাবে এই লড়াই নিয়ে ভাবছেন না, ‘আমরা কিন্তু এই রকম চিন্তা কখনোই করি না। সাকিব ভাই ভার্সেস তামিম ভাই যে লড়াই, সেটা কিন্তু সব প্রতিপক্ষের জন্যই প্রযোজ্য। ক্রিকেটে আপনি যার বিপক্ষেই খেলবেন সেই আপনার প্রতিপক্ষ। আবার এক দলে খেললে সেই টিমমেট। মাঠে কেউ কাউকে ছাড় দেয়না, সেটা যেই হোক না কেনও। আমি যদি আমার বন্ধুর সাথে খেলি কখনোই তাকে ছাড় দেব না। প্রতিপক্ষ মানে প্রতিপক্ষ। খেলার ভেতরে সেটা, বাইরে আবার বন্ধু, সবাই আবার ভাই।’

বিজ্ঞাপন

বিপিএলের আগের আসরের শুরুতেও মিরাজ বলেছিলেন শিরোপা জয়ের কথা। সেবার না হলেও এবার বরিশালকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চান মিরাজ, ‘প্রত্যাশা একটাই। চ্যাম্পিয়ন হতে চাই। গত বছরও এই কথাটা আমি বলেছিলাম। এবারও বলব কারণ আমি কখনোই বিপিএলের শিরোপা জিততে পারিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা দরকার সেটার অনুশীলনই আমরা করছি। চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’

বিজ্ঞাপন

আজ দুপুর দেড়টায় দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রংপুর-বরিশাল।

সারাবাংলা/এফএম

টপ নিউজ তামিম বরিশাল মিরাজ সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর