Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে কাতারের আমিরের অভিনন্দন

সারাবাংলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪ ০৮:৫৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ১২:৪৪

ঢাকা: পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি।

এক বার্তায় কাতারের আমির শেখ হাসিনাকে এই অভিনন্দন জানান। এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস’সহ ভারত, চীন, রাশিয়া, জাপান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান তাকে অভিনন্দন জানান।

শেখ হাসিনাকে পাঠানো ওই বার্তায় কাতারের আমির লিখেছেন, ‘নতুন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে কাতারের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে কিছু জানাতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল এবং আপনার জনগণের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নের পাশাপাশি আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি করার জন্য আন্তরিক শুভকামনা করছি।’

সারাবাংলা/এনএস

কাতার তামিম বিন হামাদ আল-থানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর