Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ২১:০৮

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইলাম খান।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম, আব্দুর রশিদ সরকার, অধ্যাপক ড. শাহিদা রফিক, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, আফরোজা খান রিতা, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস, অধ্যাপক ড. মামুন আহম্মেদ, নুর মোহাম্মদ খান, যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদ, বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হাসান জীবনসহ অনেকে।

বিশেষ এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেছারুল হক।

সারাবাংলা/এজেড/এমও

জন্মবার্ষিকী জিয়াউর রহমান জিয়ার জন্মবার্ষিকী দোয়া মাহফিল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর