মাছ শিকারে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু
১৯ জানুয়ারি ২০২৪ ২০:৪৫
রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় বড়শি দিয়ে মাছ শিকার করতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে মো. বাপ্পী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে কাপ্তাই হ্রদ থেকে ওই যুবকের মৃতদেহ করা উদ্ধার করে নৌ-বাহিনীর ডুবুরি দল। বাপ্পী চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মৃত শওকত আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এদিন সকাল ১১টার দিকে চট্টগ্রামের চকবাজার-পাঁচলাইশ থেকে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় হ্রদে বড়শি দিয়ে মাছ শিকারে যায় বাপ্পী। পরে কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট ফিসারিঘাট এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এ সময় এলাকার লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। পরে ইউপি চেয়ারম্যান পুলিশ ও নৌ-বাহিনীর ডুবুরি দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বিকেল ৪টার কিছুক্ষণ আগে হ্রদ থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. শাহিনুর রহমান বলেন, ‘কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রামের এক ছেলে মারা গেছেন। ওই ছেলের ভাইয়েরা কাপ্তাইয়ে আসছে। তারা এলে বিস্তারিত নাম-পরিচয় জানা যাবে।’
সারাবাংলা/পিটিএম