Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থদের দুম্বার মাংস ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন জনপ্রতিনিধিরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ২০:২৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২০:৩২

যশোর: যশোরের মণিরামপুরে দুঃস্থদের জন্য সৌদি আরবের উপহার আসা দুম্বার মাংসে ভাগ বসিয়েছেন উপজেলার শীর্ষ স্থানীয় জনপ্রতিনিধিরা। ৪৭ কার্টন মাংসের মধ্যে খোদ স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী নিয়েছেন ১৫ কার্টন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম নিয়েছেন দুই কার্টন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার নিয়েছেন এক কার্টন।

এছাড়া ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু নিজেও বাসায় এক কার্টন ও রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন নিজের বাসায় ১৬ কেজি দুম্বার মাংস নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সৌদি আরব থেকে আসা কুরবানির দুম্বার মাংস প্রতি কার্টনে রয়েছে আট প্যাকেট। প্রতি প্যাকেট মাংসের ওজন ৩ কেজি। সে হিসেবে প্রতি কার্টনে মাংস রয়েছে ২৪-২৫ কেজি। গরিবের জন্য আসা এই মাংস উপজেলা নির্বাহী কর্মকর্তার বণ্টনের কথা ছিল। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতরের উপ সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারের মাধ্যমে গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাকি দুম্বার মাংস বিতরণ করেছেন।

এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দুম্বার মাংসের কার্টন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের মাংস দেওয়ার বিষয়ে ইউএনও কোনো কথা বলেননি। এছাড়া মাংসের পরিমাণের বিষয়ে ইউএনও এবং পিআইও অফিসের গোলাম সরোয়ারের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

ইউএনও বলছেন, মাংস এসেছে ৪৭ কার্টন। আর গোলাম সরোয়ার বলছেন মাংস ৪৫ কার্টন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে পিকআপ ট্রাকে করে মণিরামপুরে এই দুম্বার মাংস আসে। এরপর শুরু হয় ভাগ-বাটোয়ারা। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে দেখা গেছে, ইউএনওর বাসার পাশে পিকআপ রেখে মাংস বিতরণ করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দফতরের সহকারী গোলাম সরোয়ার। এসময় বিভিন্ন লোককে প্যাকেট হাতে মাংস নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে গোলাম সরোয়ার বলেন, ‘৪৫ কার্টন দুম্বার মাংস এসেছে। প্রতি কার্টনে আট প্যাকেট করে মাংস রয়েছে। ইউএনও আমাকে বণ্টনের দায়িত্ব দিয়েছেন। নতুন এমপি এস এম ইয়াকুব আলীকে ১৬ কার্টন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমকে দুই কার্টন, মহিলা ভাইস চেয়ারম্যানকে এক কার্টন, ১৭ ইউনিয়নের চেয়ারম্যানদের ১৭ কার্টন, ১২টি এতিমখানায় এক কার্টুন করে ১২ কার্টন মাংস দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, সাংবাদিকদের জন্যও এক কার্টন মাংস রাখা হয়েছে। বিতরণের সময় উপজেলায় কিছু গরিব লোক এসেছিলেন, তাদেরও দেওয়া হয়েছে।

এ বিষয়ে মণিরামপুরের ইউএনও জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মাস্টাররোলের কপি দেন। যেখানে যশোর-৫ আসনের সংসদ সদস্য ১৬ কার্টন, উপজেলা চেয়ারম্যান ২ কার্টন, ভাইস চেয়ারম্যান ১ কার্টন, আশ্রয়ন প্রকল্পে ৫ কার্টন, ১৭ ইউনিয়নের চেয়ারম্যান এক কার্টন করে এবং ১৩ এতিমখানায় ৬ কার্টন মাংস দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

ইউএনও জাকির হোসেন দাবি করেন, মাস্টাররোল অনুযায়ী মাংস বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা দুঃস্থদের মাঝে মাংস বিতরণ করে বিষয়টি নিশ্চিত করবেন।

ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু শহরের বাসায় কার্টন ভর্তি মাংস নেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সব মাংস মাদরাসায় বিতরণ করা হয়েছে।’

আর রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন দুম্বার মাংস নিজের বাসায় নিয়ে মেম্বারদের ডেকে ৯ কেজি দিয়েছেন বলে জানা গেছে। বাকি ১৬ কেজি চেয়ারম্যান নিজে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, ‘১৫-১৬ কেজি মাংস পেয়ে দুস্থ, অসহায় দেখে দেওয়া হয়েছে।’

আর রোহিতা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘৫০০-৬০০ গ্রাম মাংস ভাগে পাইছি। এটা কাউকে দিতে পারিনি।’

উপজেলার ভাইস চেয়ারম্যান জলি আক্তার বলেন, ‘কার্টনের মাংস গরিবদের মাঝে বিতরণ করেছি। কোনো অনিয়ম হয়নি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘অফিস থেকে কিছু বিতরণ করেছি। আমার বাসায় এক কার্টন পাঠিয়েছে। সেটাও বিতরণ করা হবে।’

দুম্বার মাংসের বিষয়ে যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেন, ‘আমাকে এমপি হিসেবে ১৫ কার্টন দিয়েছে। আমার একজন প্রতিনিধির মাধ্যমে ইউনিয়নে ইউনিয়নে মাংস পাঠিয়ে দিয়েছি। এই মাংস দুঃস্থদের মাঝে বিতরণ নিশ্চিত করতে বলেছি।’

তিনি আরও দাবি করে বলেন, ‘এলাকায় তিনি কোটি কোটি টাকা ব্যয় করেন, ফলে এই সামান্য দুম্বার মাংস নিয়ে প্রশ্ন ওঠা উচিত নয়।’

সারাবাংলা/এমও

জনপ্রতিনিধি দুম্বা দুম্বার মাংস ভাগ-বাটোয়ারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর