মৌলভীবাজারে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৮:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২০:৫৮
১৯ জানুয়ারি ২০২৪ ১৮:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ২০:৫৮
মৌলভীবাজার: জেলার সদর উপজেলায় মিনিবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার পাঁচ যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল জানান, দুপুর পৌনে ১টার দিকে দুর্ভলপুর এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশায় চালকসহ মোট আট জন যাত্রী ছিল। এদের মধ্যে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হন। সিএনজির বাকি পাঁচ যাত্রী আহত হলেও একমাত্র শিশুটি অক্ষত ছিল।
পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি।
সারাবাংলা/পিটিএম