Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ-মাংসের দাম ফের চড়া, কিছুটা স্বস্তি সবজিতে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৩

ঢাকা: শীতের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। সব ধরনের সবজির দাম অন্য বছরের তুলনায় বেশি। তবে গত কয়েকদিনের চেয়ে সবজির দাম কিছুটা কমেছে। অধিকাংশ সবজি ৫০ টাকার কমে বিক্রি হচ্ছে। তবে মাছ-মাংসের দাম ফের বেড়েছে। গরুর মাংস এখন কোথাও কোথাও ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মুরগির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মহাখালীর বউবাজারে আলু ৫০ টাকা কেজি, ফুলকপির পিস ৫০ টাকা, পাতাকপির পিস ৪০ টাকা, টমেটোর কেজি ৫০ টাকা, সিম ৪০ টাকা, বেগুন ৭০ টাকা ও গাজর ৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আলু ৫০ টাকার নিচেও বিক্রি হচ্ছে। প্রকারভেদে আলু ৪০ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। আবার কোনো কোনো আলু দাম ৫০ টাকারও বেশি।

বিজ্ঞাপন

বিজয় সরণি কলমিলতা বাজারে দেখা গেছে, ঝিঙার কেজি ৭০ টাকা, করলার কেজি ৭০ থেকে ৯০ টাকা, ক্ষীরা ৫০ টাকা, পেঁয়াজের পাতার আটি ২০ টাকা, টমেটোর কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা ও ব্রোকলি প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ভোটের পর থেকেই বাজারে আবারও বেড়েছে গরুর মাংসের দাম। দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬০০ টাকায় নেমে আসা গরুর মাংস এখন ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বাজারে গরুর দাম বেশি থাকায় সরকারের বেঁধে দেওয়া ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা যাচ্ছে না। এছাড়া প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকায়।

এছাড়া ব্রয়লার মুরগির দাম বেড়ে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর কক ও লেয়ার ৩১০ থেকে ৩৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, মুরগির দাম প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

বিজ্ঞাপন

বাজার ঘুরে সব ধরনের মাছের দামও বাড়তি দেখা গছে। পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজিতে, তেলাপিয়া ২৫০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৪৮০ থেকে ৫৫০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৩২০ টাকা, চাষের কই ৩০০ টাকা, চিংড়ি ৫৫০ থেকে ৬৫০ টাকা এবং ছোট ট্যাংরা মাছ প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

সারাবাংলা/ইএইচটি/এনএস

বাজার দর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর