Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪ ১৪:১৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৭:১৪

ছবি: বিবিসি

‘পানির নিচে পারমাণবিক অস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ার অংশ হিসেবে চলতি সপ্তাহে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে পারমাণবিক অস্ত্র সম্বলিত আন্ডারওয়াটার ড্রোনের পরীক্ষা চালানো হয়েছিল।

রাষ্ট্রীয় সংস্থা কেসিএনএর একটি প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে- ওয়াশিংটন, সিউল এবং টোকিওর যৌথ মহড়ার কারণে তারা পানির নিচে অস্ত্রের পরীক্ষা চালাতে বাধ্য হয়েছে। এসব মহড়াকে ‘আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল করার’ এবং উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি।

তবে এই পরীক্ষা চালানোর অন্য কোনো প্রমাণ নেই। এদিকে দক্ষিণ কোরিয়ার দাবি, ড্রোনগুলোর সক্ষমতা সম্পর্কে উত্তর কোরিয়ার বর্ণনা অতিরঞ্জিত ছিল। শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে জাপান।

এর আগে ‘হাইল-৫-২৩’ সিস্টেমের পরীক্ষার দাবি করেছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। সম্প্রতি সপ্তাহগুলোতে সামরিক অভিযান বাড়িয়েছে দেশটি। এর মধ্যেই পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষার দাবি করল তারা।

সারাবাংলা/এনএস

উত্তর কোরিয়া পানির নিচে পারমাণবিক অস্ত্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর