অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ যেখানে দেখবেন
১৯ জানুয়ারি ২০২৪ ১২:৩২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১২:৩৩
আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের। ২০২০ সালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবেন রাব্বি-শিবলিরা। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে রাব্বিদের বিশ্বকাপ মিশন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে কীভাবে দেখা যাবে বাংলাদেশের ম্যাচসহ অন্য ম্যাচগুলো।
আরও পড়ুন- ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর লক্ষ্য রাব্বির
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসরে থাকছে ৪১ ম্যাচ। ২৪ দিন ধরে চলা এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে লড়বেন রাব্বিরা। ২০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে রাব্বিদের বিশ্বকাপ ধরে রাখার যাত্রা। আজ দক্ষিণ আফ্রিকা- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মাধ্যমে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।
বাংলাদেশের ম্যাচসহ টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে অনলাইনেই। আইসিসি ডট টিভি প্ল্যাটফর্মে খেলা উপভোগ করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের ৭২ দেশের দর্শক।
সারাবাংলা/এফএম