Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটুরিয়ায় ফেরি ডুবি: তৃতীয় দিনেও চলছে উদ্ধার কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৪ ১১:৩৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ডুবে যাওয়ার ঘটনায় টানা তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার তৎপরতা। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে জাহাজ রুস্তম ও হামজা উদ্ধার কাজ চালাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপমহাব‍্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ডুবন্ত ফেরি থেকে পণ্যবাহী তিনটি ট্রাক উদ্ধার করেছে জাহাজ দুটি। এখনো নিমজ্জিত ফেরির ভেতর আরও ৬টি ট্রাক রয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ূন কবীরের সন্ধান মিলেনি।

উদ্ধার তৎপরতার যোগ দিতে নারায়ণগঞ্জ থেকে ছেরে আসা প্রত্যয় এখনো দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। উদ্ধার কাজে রয়েছে নৌ বাহিনী, ফায়ারসার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল।

ডিজিএম খালেদ নেওয়াজ জানান, দুর্ঘটনার পর পরই ফেরিতে থাকা ২০ জনেক জীবিত উদ্ধার করেছে। গত মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ৯টি ট্রাক নিয়ে রজনীগন্ধার নামের ইউটিলিটি ফেরি পাটুরিয়া ঘাটের কাছে ডুবে যায়।

সারাবাংলা/আরএ/এনএস

পাটুরিয়া-দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি ডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর