Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১০ ডেন্টাল ক্লিনিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ২৩:৫১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ ০০:০৫

নোয়াখালীতে ১০টি ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগে। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় ১০টি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন জেলা স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। এর সবগুলোই ডেন্টাল ক্লিনিক। অর্থাৎ দাঁতের চিকিৎসা দেওয়া হতো এসব ক্লিনিকে। অভিযানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সর্তকও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ক্লিনিকগুলো সিলগালা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাঈমা নুসরাত জাবিন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো— দ্য ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত্য চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজস্কুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার এবং জাহানারা ডেন্টাল অ্যান্ড অর্থোডেন্টিক সেন্টার।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মন্ত্রণালয়ে নির্দেশনা অনুযায়ী সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে নিবন্ধন, বৈধ কাগজপত্র এবং চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় আটটি ডেন্টাল ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অভিযানে নানা অনিয়ম পাওয়ায় আটটি ডেন্টাল ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিআর

ক্লিনিক সিলগালা ডেন্টাল ক্লিনিক স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর