Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি সাংবাদিক সমিতির নেতৃত্বে জুবায়ের-সাঈদ

কুবি করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ২৩:৪৭

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি জুবায়ের রহমান সভাপতি এবং দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাঈদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৪টায় সাংবাদিক সমিতির অফিস কক্ষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. জান্নাতুল ফেরদৌস। এসময় নির্বাচন কমিশনার মো. কামরুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি, সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশসহ সাংবাদিক সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক পদে মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দফতর সম্পাদক পদে আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক পদে চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/এমও

কুবি সাংবাদিক সমিতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর