Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত পাঁচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ২৩:২২

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লরির সঙ্গে সিএনজিচালিত মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলে একটি এনজিও’র ম্যানেজার বলে জানা গেছে। তবে নিহত অন্যজন ও আহত ৫ জনের নাম জানা যায়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং ঘাটাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ টাঙ্গাইল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর