‘সরকারকে পরাজিত করে গণতন্ত্র ফিরিয়ে আনব’
১৮ জানুয়ারি ২০২৪ ২১:২২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২২:৫১
ঢাকা: সরকারকে পরাজিত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
ড. মঈন খান বলেন, ‘আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এই সংগ্রাম অবশ্যই শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জনগণই বিএনপির শক্তি। সেই শক্তি দিয়ে বর্তমান বাকশাল-২ সরকারের বন্দুকের শক্তি, বুলেটের শক্তি, টিয়ারগ্যাসের শক্তি, জলকামানের শক্তিকে আমরা পরাভূত করব- এটাই হচ্ছে আজকে আমাদের প্রতিজ্ঞা।’
তিনি বলেন, ‘বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। সভ্য মানুষের রাজনীতি করে। এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তফাৎ। হতে পারে আমাদের আন্দোলনের পথ অনেক দীর্ঘ। জিয়াউর রহমানের জন্মদিনে আজ আমরা শপথ গ্রহণ করব বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার।’
ড. মঈন খান বলেন, ‘সরকার হয়তো সাজানো নির্বাচন করে, ৩০০ সিটের পার্লামেন্টে ৬০০ সংসদ সদস্য সৃষ্টি করে, তাড়াহুড়া করে নতুন একটি কেবিনেট গঠন করে আত্মতুষ্টিতে ভুগতে পারে। কিন্তু বাস্তবত কী? সেটা আপনাদের বুঝতে হবে। বাস্তবতা হলো- বাংলাদেশের ১২ কোটি ভোটার, ১৮ কোটি মানুষ ৭ জানুয়ারি এই সরকারকে বর্জন করেছে। এটা শুধু আমাদের কথা নয়।’
তিনি বলেন, ‘আমেরিকা-যুক্তরাজ্যের বক্তব্য, কানাডার বক্তব্য, অস্ট্রেলিয়ার বক্তব্য, ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য, জাতিসংঘের বক্তব্য দেখুন। পাশাপাশি বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে, বিশ্বের যে সুশীল সমাজ রয়েছে এবং বিশ্বের যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারা প্রত্যেকে একত্রিত হয়ে বলেছে, ৭ জানুয়ারির নির্বাচন একটি ভুয়া পাতানো নির্বাচন।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এরশাদবিরোধী আন্দোলন অনেক দিন ধরে হয়েছে। অনেকে বিশ্বাসই করতে চায় নাই যে, এরশাদের পতন সম্ভব। কিন্তু দেখা গেল ঠিকই পতন হয়েছে। এবারও হবে।’
তিনি বলেন, ‘তাদের পাপের খরা পূর্ণ হয়ে গেছে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, এ দেশের গণতন্ত্রের প্রত্যেকটা সূচক নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রক্ত দিয়ে স্বাধীন করা দেশের মানুষ এটা পছন্দ করবে না, সহ্য করবে না। এটা চলবে না, চলতে পারে না। কাজেই এই স্বৈরশাসনের শাসনের পতন এবং গণতন্ত্রকামী জনতার বিজয় অনিবার্য।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও বিএনপি সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম