দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
১৮ জানুয়ারি ২০২৪ ২০:২৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ২০:২৯
যশোর: দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নওয়াপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ মারুফ হোসেন (৬৬) খুলনার টুটপাড়া মেইন রোড এলাকার শেখ গোলাম হোসেনের ছেলে।
নওয়াপাড়া রেলওয়ের দায়িত্বরত হাবিলদার মো. এনামুল হক জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছাড়ার সময় দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান শেখ মারুফ। এ সময় তার মাথার ওপর দিয়ে ট্রেন চলে গেলে তাৎক্ষণিক মৃত্যু হয় তার।
এনামুল হক জানান, নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার নাম শেখ মারুফ হোসেন। তিনি খুলনার টুটপাড়া মেইন রোডের শেখ গোলাম হোসেন ও জয়নাব বেগমের ছেলে।
নওয়াপাড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার অনুপ কুমার জানান, নিহতের লাশ উদ্ধারের জন্য রেলের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর