Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই থেকে বাজারে সিন্ডিকেট বলে কিছু থাকবে না’

স্পেশাল করেসপন্ডেন্ড
১৮ জানুয়ারি ২০২৪ ১৮:০২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৯:৩৭

ঢাকা: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ১ জুলাই থেকে দেশের বাজারে সিন্ডিকেট বলে কিছু থাকবে না। সেইসঙ্গে আগামীকাল (শুক্রবার) থেকে স্বচ্ছবাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় কোনো জিনিস উৎপাদন ও আমদানি করে না। পণ্যের দাম আমি কমাতে পারব না। কিন্তু দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যে স্মার্ট বাজার ব্যবস্থাপনা ও পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন- সেটা করতে পারব। আমি আশা করি উদ্যোক্তাদের সহযোগিতায় আমি এমন একটি বাজার ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে পারব। যেখানে আন্তর্জাতিক বাজারে কোনো বড় ক্রাইসিস না হলে পণ্যে কোনো সংকট থাকবে না। আর কৃষিপণ্য যেমন- পেঁয়াজের যৌক্তিক মূল্য কত হওয়া উচিত সেটা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে, চালের মূল্য খাদ্য মন্ত্রণালয় বলতে পারবে।’

তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব। মূল্য নির্ধারণটা হবে স্বয়ংক্রিয়। এটা কখনো জোড় করে করা যায় না। বাজারমূল্য কখনো আর্টিফিসিয়ালি দীর্ঘ দিন ধরে রাখা যায় না। সেজন্য আমরা চেষ্টা করছি একটি স্মার্ট বাজার ব্যবস্থা চালুর।’

সিন্ডিকেট ভাঙ্গতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি, বাংলাদেশে যারা ব্যবসা করে তারা অত্যন্ত সৎ এবং উদ্যোগী। আমি পাঁচ দিন হলো দায়িত্ব নিয়েছি। আমাকে একটু সময় দেন। আশা করছি, জুনের পর এই শব্দটা আর কেউ বলবে না। তাদের কাছ থেকে সে পরিমাণ সহযোগিতা পাব। আমি বললাম তো ১ জুলাই থেকে এ শব্দটা ব্যবহার করা লাগবে না। ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করে। কেউ কারসাজিতে যুক্ত নয়। আমি সেটা বিশ্বাস করি না।’

বিজ্ঞাপন

আপনি যে বাজার ব্যবস্থা চান সেটা রিফর্ম করতে কতদিন লাগবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থা চালু করতে যাচ্ছি; যেখানে, উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত মাঝখানে যে বাধা আছে সেগুলো দূর করে একটা স্বচ্ছ বাজার ব্যবস্থা করব।’

পণ্যের দাম কবে নাগাদ কমাতে পারবেন? এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘দাম কমাব না, দাম কমানোর মেকানিজম আমাদের কাছে আছে। স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মধ্যেই যৌক্তিক মূল্য আসবে। আমি যদি এই মুহূর্তে বলি দাম কমাব, দেখা গেল জাহাজের ভাড়া বেড়ে গেল, তাহলে সেটা আমার হাত নাই। আমি বলতে পারি, দাম যৌক্তিক থাকবে, স্বচ্ছ থাকবে, রেফারেন্স মূল্য আন্তর্জাতিক থাকবে।’

তাহলে কি দাম বেধে দেয়ার যে প্রক্রিয়া ছিল, আপনারা সেদিকে হাঁটতে চাচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারের মুভমেন্টে দেখে সে অনুযায়ী মিলাররা দাম নির্ধারণ করবে। তবে একই দামেতো সবাই কিনতে পারবে না। এজন্য আজ আমরা আলোচনায় বসেছি যে, কীভাবে দামটা নির্ধারণ করা হবে। এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেবিনেটে নেব।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা যেকোনো মূল্যে বাজারে সরবরাহ নিশ্চিত করতে চাই। এজন্যই তাদের ডাকা হয়েছে। কেউ যেন মজুদদারি ও কৃত্রিম সংকট তৈরি করে বাজারটাকে রমজান মাসে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করে। এ জন্যই তাদের ডেকেছি। কোনো মূল্য নির্ধারণের জন্য ডাকা হয়নি।’

স্বচ্ছবাজার সুবিধাটা কবে থেকে পাব? জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল থেকে স্বচ্ছ বাজারের সুবিধা পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, ব্যবসায়ীরা আজ যে মেসেজ পাবে, সে অনুযায়ী কাল থেকে উনারা সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারা সেটার প্রতিক্রিয়া দেখতে পারবেন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

বাজার বাণিজ্য প্রতিমন্ত্রী সিন্ডিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর