Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা শঙ্কিত— ঢাকার পরিবেশ নিয়ে হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১৭:১৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:২১

ঢাকা: ‘বিক্রি হচ্ছে ইটভাটার ছাড়পত্র’ গণমাধ্যমে প্রকাশিত এমন অভিযোগের বিষয়ে তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দেশের নদ-নদী, বাতাস সবকিছু দূষিত এবং ঢাকার পরিবেশ খুব বাজে অবস্থায় আছে বলে উল্লেখ করে আদালত বলেছেন, ‘আমরা শঙ্কিত।’

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

শুনানিতে আদালত বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে পরিবেশ রক্ষা করে।

আদালত আরও বলেন, দেশে অটিজম কী পরিমাণ বাড়ছে, সরকার কি তার হিসাব রাখে? এক্ষেত্রে পরিবেশ দূষণের প্রভাব রয়েছে।

শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমরা সাজা দিতে পারি। কিন্তু সাজা দিয়েই কি সব হয়? আমরা বিব্রতবোধ করি যে, কতবার এসব নিয়ে নির্দেশনা (ডিরেকশন) দেব?

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

পরে আইনজীবী মনজিল মোরসেদ জানান, ‘বিক্রি হচ্ছে ইটভাটার ছাড়পত্র’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দুদককে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। আর দুই মাসের মধ্যে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুনানিতে আদালত বলেছেন, দেশের নদী দূষিত, বাতাস দূষিত এবং ঢাকা অবস্থা আরও খারাপ। সুতরাং আমরা শঙ্কিত।

২০১৯ সালের ২৬ নভেম্বর বায়ু দূষণ বন্ধে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশের সম্পূরক আবেদন করে। আবেদনে ঘুষ নিয়ে অবৈধ ইটভাটাকে লাইসেন্স দেওয়া সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর