Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১৩:৩৪

গাজীপুর: মহানগরীর টঙ্গীতে শাহ আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট নিশাতনগর বস্তি সংলগ্ন আবুল হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে। শাহ আলী টঙ্গীর নিশাতনগর বস্তির সারিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহ আলীকে ভোররাতে জনতা রিকশা চুরি করার সময় হাতে নাতে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী ইতি আক্তারের দাবী, তার স্বামী তার সঙ্গে ঘুমিয়ে ছিল। ভোররাতে কে বা কাহারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। স্ত্রীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, শাহ আলী একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সে রিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ও গণপিটুনিতে নিহত হয়। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশটি উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/টিকে/এনএস

গাজীপুর টঙ্গী যুবককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর