দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
১৮ জানুয়ারি ২০২৪ ১২:২১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৪:৪৩
দিনাজপুর: দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরে। গেল দুইদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ তা কমে দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। মাঘের শুরুতে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত এই জনপদের মানুষ। তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে থাকলে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করার নির্দেশনা থাকলেও দিনাজপুরে খোলা সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে কুয়াশা কিছুটা কম হলেও বাতাসের কারণে কনকনে শীত অনূভুত হচ্ছে। ফলে রাস্তাঘাটে যাত্রী না থাকায় আয় কমেছে ছোট ছোট যানবাহনের চালকদের। এছাড়াও হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত নানান রোগী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা গেল দুই দিনের তুলনায় ৩ ডিগ্রি কম। বিষয়টি নিশ্চিত করেছে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ইনচার্জ আসাদুজ্জামান।
কাহারোল উপজেলার রাজিব হোসেন বলেন, ‘কয়েক দিন থেকে শীতের মাত্রা অনেকটা বেড়েছে। গতকালকের চেয়ে আজ আরও বেশি শীত পড়েছে। যত দিন যাচ্ছে তত শীতের মাত্রা বাড়ছে। বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত ঠিকমতো কোনো কিছু দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। সেই সঙ্গে হিমেল হাওয়া বইছে। এতে করে তীব্র শীত অনুভূত হচ্ছে।’
খানসামা উপজেলার কৃষক আব্দুল মতিন বলেন, ‘ঘন কুয়াশা ও কনকনে শীতের কারণে আমরা আলু ও বোরো বীজতলা নিয়ে টেনশনে আছি। ইতোমধ্যে আলুতে নানারকম রোগবালাই দেখা দিয়েছে এবং বীজতলা নষ্ট হচ্ছে। এভাবে কুয়াশা হলেও বোরো রোপণ করা সম্ভব হবে না।’
হিলি বাজারের কাঁচামাল বিক্রেতা সোহেল রানা বলেন, ‘হিলিতে যেভাবে কুয়াশা পড়ছে, এর সঙ্গে বইছে হিমেল হাওয়া। যার কারণে প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে। শীতের কারণে বাড়ি থেকে আসতে দেরি হওয়ায় দোকান খুলতেও দেরি হচ্ছে। তবে তীব্র শীতের মাঝে এতো কষ্ট করে দোকান খুলেও আমাদের কোনো লাভ হচ্ছে না। কারণ শীতের কারণে বাজারে মানুষজন তেমন নেই। যার কারণে বেচাকেনাও তেমন একটা নেই।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে ১০ ডিগ্রি তাপমাত্রার তথ্য আছে, যে কারণে আমরা কোনো স্কুল বন্ধ করিনি। তবে আবহাওয়া পর্যবেক্ষণে রয়েছে যদি শীতের তীব্রতা বাড়ে তাহলে বন্ধ করা হবে।’
আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, টানা কয়েকদিন থেকে উত্তরের জেলা দিনাজপুরে তাপমাত্রা কমতির দিকে। তাপমাত্রা ১৪ দশমকি শূন্য ডিগ্রি থেকে কমতে কমতে আজ সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরো কয়েকদিন এমন অবস্থায় থাকতে পারে।
সারাবাংলা/এসআর/এনএস