Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১১:৩৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৪:০৯

রাজশাহী: রাজশাহীতে গত কয়েকদিন থেকে দেখা মিলেনি সূর্যের। যদিও বা দেখা মিলেছে তাও ক্ষণিকের জন্য। গত কয়েকদিনেও তাপমাত্রা ছিল নিম্নমুখী। এর মধ্যে যোগ হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে শীত আরও বেড়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৬টা ১০ মিনিটে শুরু হয় বৃষ্টি। শেষ হয় ৬টা ৩৬ মিনিটে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শুন্য দশমিক ২ মিলিমিটার। তবে বৃষ্টিপাত ছিল গুড়িগুড়ি। এই বৃষ্টিতে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

মাঘ মাসের শুরু থেকে থেকে ছিল আকাশ মেঘাচ্ছন্ন। পরপর দুইদিন একই অবস্থায় ছিল, এর সাথে আবার ছিল কুয়াশা। তবে বৃষ্টিতে শীতের দাপট কমেনি বরং বেড়েছে। এরপরও শ্রমজীবী মানুষ জীবিকার তাগিদে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকে তাদের পেশাগত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ভোর ৬টা ও সকাল ৯টায় ১০ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত দুইদিনে তাপমাত্রা আরও বেশি ছিল। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা বাড়বে ও রাতের তাপমাত্রা কমবে। তবে আরও একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা আছে। সেটা এ মাসের শেষের দিকে।

সারাবাংলা/ইআ

বৃষ্টি মৃদু শৈত্য প্রবাহ রাজশাহী সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর