Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর সড়কে আইনজীবীসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৪ ১০:৫০

ঢাকা: রাজধানীর কাকরাইল ও হাতিরঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর কাকরাইল মোড়ে বাস ধাক্কায় মোকলেসুর রহমান (৭৫) নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ছাড়া, হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় জাসিদুল মিয়া (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বন্ধু সৌরভ হোসেন (২৯)।

নিহত মোকলেসুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। তিনি বাসাবোর মুগদাপাড়া এলাকায় থাকতেন। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন এবং পাশাপাশি পুরানা পল্টনে চেম্বারে বসতেন।

মকলেসুরের ছেলে শরীফ ইবনে রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে তার বাবা কাকরাইলে যান ব্যক্তিগত কাজে। সেই কাজ শেষ করে আবার পুরানা পল্টন তার চেম্বারে যাওয়ার জন্য বের হন। কাকরাইল মোড়ে দাঁড়িয়েছিলেন রিকশার জন্য। এমন সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোড় ঘোরানোর সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা তার বাবা সহ অন্য পথচারীদের উপর উঠিয়ে দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় আহত সৌরভ হোসেনের স্ত্রী ইসরাত জাহান জানান, সৌরভ হোসেন এবং তার বন্ধু জাসিদুল মিয়া হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৌরভের নিজের মোটরসাইকেলে করে জাসিদুলকে নিয়ে তারা স্থানীয় থানায় যাচ্ছিলেন একটি কাজে। হাতিরঝিলে এলে একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুইজনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জাসিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সৌরভকে নিউরোসার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, জাসিদুলের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরানগাঁও গ্রামে। বাবার নাম মহিউদ্দিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জন (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাকরাইলে এক আইনজীবী বাসের ধাক্কায় মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং হাতিরঝিলে প্রাইভেটকার ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাসিদুল নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় তার বন্ধু আহত সৌরভ হাসপাতালে ভর্তি হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ রাজধানীতে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর