ওষুধসহ মানবিক সহায়তা পৌঁছাল গাজায়
১৮ জানুয়ারি ২০২৪ ১০:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৩:১৯
ফিলিস্তিনের গাজায় ওষুধসহ অন্যান্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায়’ বেসামরিক নাগরিকদের কাছে এসব বিতরণ করা হবে। খবর আলজাজিরা।
ফ্রান্সের সহায়তায় কাতার সরকারের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে হওয়া চুক্তির পর গাজায় এসব ত্রাণ পৌঁছাল।
এসব ওষুধ ও ত্রাণ সরবরাহের বিনিময়ে গাজায় আটক ৪৫ ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।
কাতারের কর্মকর্তারা জানান, ওষুধ ও ত্রাণ সহায়তা গতকাল মিশরের উদ্দেশে দোহা ছেড়ে যায়। আর ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি সেগুলো গাজায় নিয়ে গেছে।
এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া ৬১ হাজার ৫০৪ জন আহত হয়েছেন। এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলায় সংশোধিত মৃতের সংখ্যা ১ হাজার ১৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরাইল।
সারাবাংলা/এনএস