Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

জবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৯:৫৫

জবি ক্যাম্পাসের মধ্যে মোটরসাইকেল চালানো যাবে না। ফাইল ছবি

নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে দ্রুতযান মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে গেলেও কেবল নির্ধারিত স্থানে পার্কিং করে রখতে পারবেন। ক্যাম্পাসের মধ্যে চলাচল করতে হবে হেঁটে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানান।

জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছোট হওয়ায় এর ভেতরে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল পার্কিং করে হেঁটে নিজ নিজ বিভাগে যাবে।

এর আগে ক্যাম্পাসে দ্রুত গতিতে চলাচলকারী মোটরসাইকেলের কারণে অনেক শিক্ষার্থীই দুর্ঘটনার শিকার হন। ফলে ছোট এই ক্যাম্পাসে মোটরসাইকেল অনেক শিক্ষার্থীর কাছেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল। ফলে প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/টিআর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ক্যাম্পাস টপ নিউজ মোটরসাইকেল চলাচল মোটরসাইকেলে নিষেধাজ্ঞা