Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমীর খসরুর উপস্থিতিতে জামিন শুনানি বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৭:২৫

ঢাকা: রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার ৮ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন শুনানির দিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ধার্য করেছেন আদালত। এদিন আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে জামিন শুনানি হবে।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাগুলো শুনানির জন্য ছিল। এদিন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আসামির উপস্থিতিতে জামিন শুনানি করতে প্রোডাকশন ওয়ারেন্ট (পিডব্লিউ) ইস্যুর আবেদন করেন। আসামিকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেনন। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জামিন শুনানির দিন ঠিক করেছেন আদালত।

বিজ্ঞাপন

গত ১৪ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত জামিন শুনানির জন্য এ তারিখ ধার্য করেন।

জানা যায়, গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৩ নভেম্বর তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/এএসকে/এনইউ

আমীর খসরু জামিন টপ নিউজ বিএনপি শুনানি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর