Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৪ ১৬:১০

খুলনা: খুলনায় ইজিবাইক ছিনতাই করে চালক মো. আবুল কালাম আজাদকে (৫৬) হত্যার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কেএমপির সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জাহাঙ্গীর হোসেন (৩৮), তোহান (২৯), রিয়াদ (২৩), রনি শেখ (৩৬), মো. আল আমিন কাজী (৩৫), সৈয়দ মোহন হোসেন (৩৭), মনির হাওলাদার (৩২) ও মো. জাহিদুল ইসলাম (৩৮)।

প্রেসব্রিফিং শেষে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী রাণী বেগমকে আত্মকর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন ও নগদ অর্থ কেএমপি’র পক্ষ থেকে দেওয়া হয়।

ভিকটিমের স্ত্রী এই হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব আসামি গ্রেফতার হওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সারাবাংলা/এমও

ইজিবাইক ছিনতাই গ্রেফতার চালককে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর